ঢাকা, শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:১০
বাংলা বাংলা English English

শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হলো


ঢাকা, ৫ অক্টোবর – সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দলে ধানমন্ডি এলাকায় আবুল কালাম আজাদকে গ্রেফতার করে। ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মল্লিক জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলাগুলি রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে নেয়ার পর তাকে রোববার (৬ অক্টোবর) রিমান্ডের জন্য আদালতে সোপর্দ করা হবে।

২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মো. আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান। এর পূর্বে তিনি একই কার্যালয়ের সচিব পদে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্ব পালনের আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এই গ্রেফতার মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সব খবর