ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, রাত ১:৪৬
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ছাতকে হাফিজ আব্দুল হান্নানের রহস্যজনক খুন, এলাকায় চাঞ্চল্য


সুনামগঞ্জের ছাতক উপজেলায় হাফিজ আব্দুল হান্নানের রহস্যজনক খুনের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের নতুন বাজার (ধারন) সংলগ্ন বড় সৈদেরগাঁও গ্রামের নিজ বাসভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও হাফিজ আব্দুল হান্নান পুরান বাড়িতে রাত কাটান এবং ফজরের নামাজ আদায় করেন গ্রাম সংলগ্ন মসজিদে। নামাজ শেষে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। আজ তার সুনামগঞ্জ কোর্টে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এজন্য তিনি একজন সিএনজি চালককে আগে থেকে বলে রেখেছিলেন। সকাল আনুমানিক ৮টার দিকে সিএনজি চালক তাকে ফোন করে জানতে চান কখন আসবেন। জবাবে হাফিজ আব্দুল হান্নান চালককে নতুন বাজার (ধারন) হাইওয়ে রোডে অপেক্ষা করতে বলেন।

কিছুক্ষণ পর সামছুল ইসলাম নামে একজন ব্যক্তি তদবির নিতে হান্নানের বাসায় আসেন এবং একজন ছেলেকে ভিতরে ডাকতে পাঠান। ছেলেটি বাসার বারান্দায় প্রবেশ করে হাফিজ আব্দুল হান্নানের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ও হান্নানের স্বজনরা দ্রুত তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে পথে তার মৃত্যু হয়।

হাফিজ আব্দুল হান্নান প্রতিদিন সকালে নিজের বাসভবনে বসে বিভিন্ন রোগীদের তদবির এবং তাবিজ দিতেন। তিনি এলাকার সকলের কাছে একজন পরহেজগার এবং সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার রহস্যজনক খুনের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান, ওসি তদন্ত রুহুল আমিন, এসআই আব্দুস সাত্তার ও সঙ্গীয় ফোর্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন।

ঘটনাস্থল পরিদর্শনের বিষয়ে ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, “এসপি স্যার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছাবেন।”

সব খবর