ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, রাত ২:০০
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজারীদের মাঝে উপহার বিতরণ করলেন হাবিবুর রহমান সেলিম রেজা


বরিশালের ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজারীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন হাবিবুর রহমান সেলিম রেজা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু করে কাঁঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নের পূজারীদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার সৌজন্যে এ শারদীয় উপহার বিতরণ করা হয়। এ সময় তিনি দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।

মো. হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়। এটি বাঙালি জাতির ঐক্য ও চেতনার মহামিলনোৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে উৎসব পালন করে থাকে। বিশ্বে এ এক অনন্য উদাহরণ।”

এ সময় তিনি শারদীয় শুভেচ্ছা বিনিময় করে সকলকে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান। তিনি পূজার নামে মাদক, জুয়া, ইভটিজিং এবং অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য সজাগ থাকার পরামর্শ দেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নেল আব্দুল মোস্তাফিজুর রহমান, রফিক হাওলাদার, ডঃ জাকারিয়া লিংকন, গোলাম আজম সৈকত, সাব্বির হোসেন, কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ হেলাল জমাদ্দারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সব খবর