ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ১১:৫৭
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাবির মেইনগেট থেকে বিনোদনপুর পর্যন্ত ফুটপাত দখল, ঝুঁকিতে পথচারীরা


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মূল ফটক থেকে বিনোদনপুর বাজার পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়কের ফুটপাত দখল করে রেখেছেন বাঁশ ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ দোকানীরা। এর ফলে ঝুঁকির মধ্যে পড়ছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় পথচারীরা, যারা বাধ্য হয়ে মহাসড়ক দিয়ে চলাচল করছেন।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মেইনগেট থেকে বিনোদনপুর বাজার পর্যন্ত ফুটপাতটি দখল করে দোকানদারেরা চারা গাছ, বাঁশের আড়ৎ, চায়ের দোকানসহ নানা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এর ফলে পথচারীরা বাধ্য হয়ে মহাসড়ক দিয়ে চলাচল করছেন, যা তাদের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এবং এর ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেড়েছে।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইসরাফিল ও লোকমান হোসেন জানান, “ফুটপাত পথচারীদের জন্য তৈরি করা হলেও তা পুরোপুরি ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ফলে আমাদের বাধ্য হয়ে মহাসড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে, যা খুবই বিপজ্জনক। অনেক সময় পথচারীরা গুরুতর আহত হয়েছেন। আমরা চাই, যত দ্রুত সম্ভব ফুটপাত ও মহাসড়ক খালি করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হোক।”

বোটানি বিভাগের অধ্যাপক আহমেদ ইমতিয়াজ তার উদ্বেগ প্রকাশ করে বলেন, “এ রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করে, কিন্তু পুরো ফুটপাত দখল হওয়ায় তারা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এই বিষয় নিয়ে আমি কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও কোনো ফল পাইনি। আশা করছি বর্তমান প্রশাসন এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে রাখতে চাই না। এই বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

সব খবর