ঢাকা, বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ১:৪২
বাংলা বাংলা English English

বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন


রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগরভবনের গ্রিণপ্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় মোট ৪৭টি স্টলে ক্রোকারিজ সামগ্রী, খাদ্য সামগ্রী, তাঁত বস্ত্র, গার্মেন্টস, ভ্যারাইটি সামগ্রী, গিফট কর্নার, খেলনা সামগ্রীসহ আরও অনেক পণ্য প্রদর্শিত হচ্ছে। এছাড়া ছোটদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলাসহ তিনটি রাইড। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, “ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়েছে। রাজশাহীর অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা জরুরি। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এবং নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্তৃত করতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধুমাত্র নিজেদেরই নয়, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। কর্মসংস্থান সৃষ্টি এবং এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য প্রসারের লক্ষ্যে বিনিয়োগকারীদের আকৃষ্ট করারও আহ্বান জানান তিনি।”

মেলা আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য তিনি রাজশাহী সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মোবারক হোসেন, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান, উপসচিব তৈমুর হোসেন, সহকারী সচিব শমসের আলী, মেলার আয়োজক সুচনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোখলেসুর রহমান সিজার, বেনজির আহমেদ, ওবায়দুর রহমান পাখিসহ বিভিন্ন স্টলের প্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সব খবর