ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৭:০৭
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রেপ্তার হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার


নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।

ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, ডিবির একটি দল সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা পরবর্তীতে নির্ধারণ করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর, ৫ আগস্ট দায়ের করা একাধিক মামলায় সাধন মজুমদারকে আসামি করা হয়। তিনি নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ছিলেন, যা সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত। তিনি ২০০৮, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মন্ত্রিত্বকালে দলীয় পদ ও ক্ষমতার অপব্যবহার করে সাধন মজুমদার তার এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন, যার মূল লক্ষ্য ছিল অবৈধভাবে অর্থ উপার্জন।

সব খবর