ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:৩২
বাংলা বাংলা English English

মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর কারাদণ্ড


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার গৈডা দাস বাড়ি মন্দিরে পাহারারতদের ওপর হামলার ঘটনায় আদালত আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (২ অক্টোবর) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক আয়শা আক্তার এ আদেশ দেন।

এর আগে বিএনপি কর্মী মেহেদী হাসানের দায়ের করা মামলায় ৪৬ জনকে আসামি করা হয়। বুধবার আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সকালে ভেদরগঞ্জ পৌরসভার গৈডা দাস বাড়ি মন্দিরে পাহারারত বিএনপি নেতাকর্মীদের ওপর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জব্বার রাড়ীর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জয়বাংলা ধ্বনি দিয়ে মন্দির ভেঙে ফেলার হুমকি দেয় এবং প্রতিবাদ জানালে বিএনপি কর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলায় আট লাখ টাকার চারটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয় এবং বিএনপি কর্মীদের কুপিয়ে জখম করা হয়। পরে ২২ সেপ্টেম্বর মেহেদী হাসান বাদী হয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন, যার প্রেক্ষিতে আজ ৩০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

সব খবর