ঢাকা, বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ১:২১
বাংলা বাংলা English English

বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের দোসররা এখনও বহাল তবিয়তে কাজ করছে: মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে কাজ করছে, যার ফলে দেশে নতুন করে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে।

‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম এবং বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলামকে (শ্যামল) তুলে নেওয়ার ঘটনার প্রেক্ষিতে বুধবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল জানান, প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল হক সুমনের পরিবারের সদস্যরা মানসিক বিপদে এবং আতঙ্কে রয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর ‘সেনাবাহিনীর পরিচয়ে’ তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজেদুল হকের ভাই সাইফুল ইসলামকে তুলে নেওয়ার ঘটনায় পরিবারটি আরও আতঙ্কিত হয়ে পড়েছে।

মির্জা ফখরুল অভিযুক্ত করেন, অভিযানের সময় মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলামসহ পরিবারের সদস্যদের সঙ্গে গালিগালাজ এবং অশালীন আচরণ করা হয়। এমনকি বাসার ছোট শিশুর সঙ্গেও অমানবিক আচরণ করা হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার পরও সাইফুল ইসলামকে তুলে নেওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত হয়ে পড়েছে।

তিনি বলেন, এই পরিবারের ওপর হয়রানি মানে বিপদগ্রস্ত পরিবারের সঙ্গে নির্মম রসিকতা। বিগত আওয়ামী সরকারের মিথ্যা মামলায় সাইফুল ইসলাম নির্যাতিত হলেও তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন, তাই তাকে কেন তুলে নেওয়া হলো তা বুঝে আসছে না। প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা বহাল থাকায় দেশে নতুন করে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে।

মির্জা ফখরুল সতর্ক করে বলেন, এসব আওয়ামী দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় অন্তর্বর্তী সরকারের ওপর পড়বে। ফ্যাসিস্ট আওয়ামী শাসকগোষ্ঠীর দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার পর জনজীবনে যে স্বস্তি এসেছে, সেটিকে ধ্বংস করতেই এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

সব খবর