ঢাকা, সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:১৩
বাংলা বাংলা English English

সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

‘উচ্চ খরচের কারণে স্যাটেলাইট থেকে আশানুরূপ প্রাপ্তি হয়নি’


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট উৎক্ষেপণসহ অন্যান্য খরচ বেশিই হয়েছে, যার ফলে প্রাপ্তি আশানুরূপ নয়।

অপরদিকে, স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান জানান, কোম্পানিটি গত পাঁচ বছর রিটার্ন জমা দেয়নি, যা পরিশোধ করতে এখন বড় অংকের টাকা প্রয়োজন।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে উপদেষ্টার মতবিনিময় সভায় তারা এই তথ্য দেন।

চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান আরও জানান, বোর্ড সদস্যদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা বিগত সময়ে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ করা হয়েছে কিনা তা খুঁজে বের করে সুপারিশ করবে এবং তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, যার কারণে কোম্পানি পিছিয়ে গেছে। সেই সময়ের সব বিষয় পর্যালোচনা করে ভবিষ্যতে সঠিক পথে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করা হবে।

পরে উপদেষ্টা প্রতিষ্ঠানটির মনিটরিং সেন্টার, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি), টেলি মেডিসিন এবং ই-লার্নিং সিস্টেমের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সব খবর