ঢাকা, সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, রাত ৮:৪১
বাংলা বাংলা English English

সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপ-এস কে সুরসহ পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি


মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী, মেয়ে নন্দিতা সুর চৌধুরী এবং রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে মামলার অনুসন্ধান চলাকালে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম আদালতে দুদকের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

সব খবর