ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি, বিকাল ৫:৩৭
বাংলা বাংলা English English

শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত ২৯১ জন


সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনার অনুমোদন পেয়েছেন ২৯১ জন আইনজীবী। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে গঠিত এনরোলমেন্ট কমিটির প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে তাদেরকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতির সভাপতিত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটির গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় ২৯১ জন আইনজীবীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ১ জন আইনজীবীর আবেদন “নো মর্মে” রাখা হয়েছে।

সব খবর