ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, রাত ১২:২৫
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চলচ্চিত্র উন্নয়ন ফোরামের যাত্রা শুরু ২১ দফা দাবির সঙ্গে


চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম’। বুধবার (২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রযোজক পরিবেশক সমিতির অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক হিসেবে চলচ্চিত্র প্রযোজক সামসুল আলম এবং সদস্য সচিব হিসেবে পরিচালক শাহীন সুমনের নাম ঘোষণা করা হয়, পাশাপাশি আংশিক কমিটিও প্রকাশ করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হবে।

সংগঠনটি যাত্রার শুরুতেই অন্তর্বর্তী সরকারের কাছে ২১ দফা দাবি উত্থাপন করেছে। মেনিফেস্টোতে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে বর্তমান চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরিবোর্ড বাতিলের দাবি।

অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে: সরকারি উদ্যোগে সেন্ট্রাল সার্ভার প্রতিষ্ঠা, ই-টিকেটিং ব্যবস্থা চালু, সিনেমা হল সংস্কার, চলচ্চিত্রে বিনিয়োগের জন্য ব্যাংক ঋণ প্রদানের ব্যবস্থা, চলচ্চিত্র বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা, চলচ্চিত্র অনুদানের আগে শর্ট লিস্ট প্রকাশ করা, প্রকৃত প্রযোজক-পরিচালকদের চলচ্চিত্র অনুদান প্রদান, বিতর্কমুক্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান, রাজনৈতিক কোটায় অনুদান প্রদান বন্ধ, বিশ্বমানের চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন এবং ভূমিহীন চলচ্চিত্র কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক সামসুল আলম, চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ফোরামের যুগ্ম আহ্বায়ক ডিএ তায়েব, চিত্রনায়ক ওমর সানী, অভিনেতা আলীরাজ, যুগ্ম আহ্বায়ক নানা শাহ, চলচ্চিত্র প্রযোজক এ জে রানা, যুগ্ম সদস্য সচিব সায়মন তারেকসহ আরও অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন জয়, চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, নৃত্য পরিচালক সমিতির সভাপতি আজিজ রেজা, অভিনেত্রী শবনম পারভীন, কেয়া চৌধুরী, সারমিন আকতার, চলচ্চিত্র প্রযোজক আব্দুর রহমান, কাহিনীকার সমিতির সাধারণ সম্পাদক সানী আলম, ব্যবস্থাপক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, এবং নির্বাহী সদস্য মনিরুল ইসলামসহ আরও অনেকে।

সব খবর