দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে ৫৪ জনের নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হাসানুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ রেফাতক আহমেদের সভাপতিত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটির ৩ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় সিনিয়র অ্যাডভোকেট হিসেবে ৫৪ জন আইনজীবীকে তালিকাভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।
সিনিয়র আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া ৫৪ জনের মধ্যে রয়েছেন শহীদুল ইসলাম, সৈয়দ এবি মাহমুদুল হক, আবু তারেক, শিকদার মকবুল হক, এ কে এম মজিবুর রহমান, মো. হারুনার রশিদ, মকবুল আহমেদ, শহীদুল করিম সিদ্দিক, হাফিজুল বারি, এ বি এম বায়েজিত, শাহ মো. খসরুজ্জামান, মো. খালেদ আহমেদসহ আরও অনেকে।
এছাড়া, ৪২ জনের আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছে এবং ১৯ জনের আবেদন বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।