সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মুনীরুল ইসলাম বলেছেন, তিনি সাংবাদিকদের সহযোগিতায় একটি সমৃদ্ধ এবং চাঁদাবাজ ও দখলদারমুক্ত সাতক্ষীরা গড়তে চান। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
পুলিশ সুপার জানান, যোগদানের পর থেকেই তিনি সহকর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে তারা সবার সঙ্গে ভালো ব্যবহার করে এবং পুলিশকে জনবান্ধব ও মানবিক রাখে। ঘুষ বা উপহার গ্রহণের ক্ষেত্রে তিনি কঠোর অবস্থানে আছেন, এমন কেউ থাকলে চাকরি ছেড়ে দিতে হবে। তিনি চাঁদাবাজদের গ্রেফতার করে জনগণের আস্থা পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সম্প্রতি ৫ আগস্টে একটি সরকারের বিদায় হয়েছে, যেখানে পুলিশের ৪৪ জন সদস্যকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার পুলিশ আহত হয়েছে, যা তাদের মনোবলে প্রভাব ফেলেছে। তিনি পুলিশ বাহিনীর মনোবল বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। ইতিমধ্যে সাতক্ষীরার আইনশৃঙ্খলার কিছুটা পরিবর্তন হয়েছে।
সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে মাদক প্রবেশের সমস্যা রয়েছে, কিন্তু পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে এবং মাদক উদ্ধার করতে সফল হয়েছে। অবৈধ দখলদার, চাঁদাবাজ, মানব পাচারকারী এবং সাইবার অপরাধীদের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরার প্রত্যেক পূজা মণ্ডপে দুর্গাপূজার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান তিনি।
পুলিশ সুপার আশ্বাস দেন, নিরীহ মানুষদের অহেতুক হয়রানি এড়াতে পুলিশ সচেষ্ট আছে এবং যানজট নিরসনে জেলা পুলিশের টিম সক্রিয়ভাবে কাজ করছে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, আমিনুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারি, সাংবাদিক আবুল কাশেম, মশিউর রহমান ফিরোজ, আকতারুজ্জামান বাচ্চু, মনিরুল ইসলাম মনি, গোলাম সরোয়ার, আবু সাইদ, আসাদুজ্জামান মধু এবং মুশফিকুজ্জামান ইমন প্রমুখ।