সাতক্ষীরা প্রতিনিধিঃ কলারোয়ায় আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিএনপির নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বুধবার (২ অক্টোবর) দুপুরে কলারোয়া পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় উপজেলা, পৌরসভা ও ১২টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক এমপি হাবিব জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজা মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে কোনো অপ্রীতিকর ঘটনার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সে যে পর্যায়ের নেতা হোক না কেন।
প্রতিটি পূজা মণ্ডপে সহযোগিতা করার জন্য অন্তত পাঁচ সদস্যের একটি টিম গঠনের জন্য স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে নির্দেশনা দেন তিনি।