নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জেলের নাম পাকলু মাঝি (৩৬), তিনি জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনায়েত হোসেনের ছেলে এবং দুই সন্তানের জনক ছিলেন। পাকলুর স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় পাকলু ও আরও দুই জেলে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। যাত্রাপথে আমতলী গ্রামে পৌঁছানোর পর বজ্রপাতের শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই পাকলু মারা যান, আর তার সঙ্গী অন্য দুই জেলে সামান্য আহত হন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, এ বিষয়ে থানাকে কেউ অবহিত করেনি, তবে বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে।