গাইবান্ধার পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমির আবু বক্কর ছিদ্দিক, থানার ভারপ্রাপ্ত অফিসার লাইছুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী প্রেসক্লাব উপদেষ্টা ফেরদাউছ মিয়া এবং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজামন্ডবের সভাপতি-সাধারণ সম্পাদক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।