নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিতরাই এখন অগ্রগতি অর্জন করছে। দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসায় লেখাপড়া করা শিক্ষার্থীরা মেধা স্থান দখল করছে এবং প্রশাসন ক্যাডারেও সফলভাবে উত্তীর্ণ হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান অর্জন করে তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় করে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক সাফিউজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার তৌফিকুর রহমান, সুপারভাইজার মোঃ আকবর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে, যেখানে প্রকল্পের আওতাধীন ইফতেদায়ী মাদ্রাসার প্রায় অর্ধশতাধিক শিক্ষক অংশগ্রহণ করছেন।