ঢাকা, রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:৩১
বাংলা বাংলা English English

রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চলমান সংঘাতের সমাধানে আরবদের সংহতি বৃদ্ধির ব্যাপারে আশাবাদী তৌহিদ


২ অক্টোবর, ২০২৪: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সমাধানে আরব দেশসমূহ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সংহতি ও সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি আলদিন আহমেদ ফাহমির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠককালে পররাষ্ট্র উপদেষ্টা এ আশাবাদ প্রকাশ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে মিশরের রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণের জন্য বাংলাদেশের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং ২০২৪ সালে মিশরে অনুষ্ঠিতব্য ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে কায়রোর আমন্ত্রণ পৌঁছে দেন।

পররাষ্ট্র উপদেষ্টা ও মিশরের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারে সম্ভাব্য সুযোগ কাজে লাগিয়ে সহযোগিতা বাড়াতে সম্মত হন এবং কৃষি, পেট্রোকেমিক্যাল, টেক্সটাইল ও শিপিং খাতকে সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসাবে চিহ্নিত করেন।

রাষ্ট্রদূত ওমর বাংলাদেশের উন্নত ভবিষ্যতের অগ্রযাত্রায় মিশরের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ ও মিশরের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা ৭৯তম ইউএনজিএ চলাকালে তার মিশরীয় প্রতিপক্ষের সঙ্গে অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন এবং ২০২৪ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সহযোগিতার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন।

সব খবর