ঢাকা, রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৫:২২
বাংলা বাংলা English English

রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ


২ অক্টোবর, ২০২৪: ঢাকা ও নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়েছে এবং উভয় পক্ষই মনে করছে যে, বাংলাদেশ ও ভারতের একসঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ পর্যবেক্ষণ তুলে ধরেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া সক্রিয় করার গুরুত্বের ওপর জোর দেন।

তৌহিদ হোসেন নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠকের কথাও উল্লেখ করেন। তারা উভয়েই বাণিজ্য সহযোগিতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পারিক সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

সব খবর