ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:১২
বাংলা বাংলা English English

রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৬ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন


বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার (২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার গত ১ অক্টোবরের স্মারক অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার নিচের কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হলো।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন: পুলিশ স্টাফ কলেজে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. মতিউর রহমান শেখ, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি সরদার তমিজ উদ্দিন আহমেদ ও অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলম, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ অধিদপ্তরে কর্মরত ডিআইজি মো. আলমগীর আলম এবং মো. দেলোয়ার হোসেন মিঞা।

সব খবর