ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:৫৩
বাংলা বাংলা English English

রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে জিয়া শিশু কিশোর মেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


‘আজকের শিশু আগামীর ভবিষ্যত’ শ্লোগানকে সামনে রেখে বরিশাল মহানগর ও দক্ষিণ জেলায় জিয়া শিশু কিশোর মেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার এবং সাধারণ সম্পাদক আফতাবুল আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মীর আশিক আহমেদ শাহিনকে সভাপতি, মোঃ সাদ ইসলামকে সাধারণ সম্পাদক, এবং তারেক মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে, দক্ষিণ জেলায় আহম্মদুল কবির বিপ্লব মোল্লাকে সভাপতি, কামরুন নাহার পলিকে সাধারণ সম্পাদক, এবং মিলন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সব খবর