পিরোজপুরের কাউখালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা, যেমন পবিত্র কুমার ও মোঃ ফাহিম হোসেন।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে বারি আমের কলম, সীডলেস লেবু, চুই গাছ এবং বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ করা হয়।
আয়রন গ্রামের কৃষক কবির হোসেন ও সয়না গ্রামের কৃষাণী অর্পুনা মৃধা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা অনেক নতুন তথ্য শিখেছেন। তারা উল্লেখ করেন, এখন নিজেদের বাড়ির উঠানের অনাবাদি জায়গায় পুষ্টি বাগান করে সারা বছর বিষমুক্ত সবজি উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে এবং বাজারেও বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।