সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে আসন্ন দুর্গোৎসব উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই র্যাব-৮ এর কমান্ডিং অফিসার (সিও) আরাফাত ইসলাম বুধবার দুপুরে পিরোজপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে আরাফাত ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। আমরা আশা করি সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসবটি আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারবে। শান্তিপূর্ণভাবে এ উৎসব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় র্যাব-৮ এর পিরোজপুর জেলা কমান্ডার মো: মাসুদুর রহমান মনির এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।