বরগুনার তালতলীতে প্রাথমিক শিক্ষকদের বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয়ক পরিষদের উদ্যোগে বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার সদর রোডে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা। মানববন্ধনের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন।
উপজেলা বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠনের সমন্বয়ক প্রশান্ত কুমার কীর্ত্তনীয়ার সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম মামুন ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আঃ রব। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, ইসরাত জাহান নাজনীন, জাকির হোসেন মল্লিক, নূরুল হক, ছগির হোসেন, শামসুন্নাহার ইতি, মোঃ ইব্রাহিম, এবং মোসাঃ মারুফা আখতার।