ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:৪৬
বাংলা বাংলা English English

মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে গাছ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর করুণ মৃত্যু


পিরোজপুরের কাউখালীতে গাছ থেকে পড়ে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামে নিজ বাড়ির সুপারি গাছে উঠে সুপারি পাড়ার সময় মোঃ ইসমাইল (১০) নামে এক স্কুল ছাত্র গাছ থেকে পড়ে মারাত্মক আহত হয়। ইসমাইল স্থানীয় ইব্রাহিম হোসেনের ছেলে এবং আসপদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ডু তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলেমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, তিনি ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমানকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। জানা যায়, ইসমাইল স্কুল থেকে দুপুরে বাড়ি ফিরে সুপারি গাছে উঠলে অসাবধানতাবশত পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।

সব খবর