ঢাকা, শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বিকাল ৫:৫১
বাংলা বাংলা English English

শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মিজানুর রহমান আজহারী দেশে ফিরে এসেছেন


জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী দীর্ঘ সাড়ে ৪ বছর পর দেশে ফিরে এসেছেন।

বুধবার (২ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে আজহারী লেখেন, “আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দোয়ার নিবেদন।”

দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে যাওয়ার ঘোষণা দেন। সে সময় এক ফেসবুক পোস্টে আজহারী জানিয়েছিলেন, পারিপার্শ্বিক কিছু কারণে এ বছরের তাফসির প্রোগ্রাম বন্ধ করতে হচ্ছে। মার্চ পর্যন্ত বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, গবেষণার কাজে মালয়েশিয়ায় ফিরে যাচ্ছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।

সব খবর