ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ১:২৫
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডে সহকারী শিক্ষক এবং ৯ম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন নির্ধারণসহ শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে এই কর্মসূচি বৈষম্য নিরসনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

বুধবার (২ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় ফেরদৌস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোছাঃ আশরাফিয়া খাতুন, মোঃ রমজান আলী সরকার, মোঃ মিজানুর রহমান, হাসান সোহরাওয়ার্দী, সাইফুল ইসলাম, জীবন নাহার, আলীমুর রাকীব, মোঃ জসীম উদ্দিন, এমদাদ হোমেন, হাবিবুবুর রহমান সবুজ, গোলাম ফারুক ও মোঃ রাসেল মিয়া প্রমুখ।

মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সব খবর