ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:৪৭
বাংলা বাংলা English English

সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় অবৈধ পলিথিন প্রতিরোধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ও বাজারে সচেতনতা লিফলেট বিতরণ


নওগাঁয় অবৈধ পলিথিন বন্ধে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা এবং সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম রেজা সজীবের নেতৃত্বে নওগাঁ শহরের পুরাতন মাছ বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ অভিযানে দত্ত ট্রেডার্স এবং জননী পেপার হাউজ নামের দুটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ভবিষ্যতে অবৈধ পলিথিন ব্যবহার না করার জন্য উক্ত দুটি প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং বাজারে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। মোবাইল কোর্ট শুরু হওয়ার আগে শহরের বাজার মার্কেট ও পৌর কাঁচাবাজারে লিফলেট বিতরণ করা হয় এবং দোকানদারদের অবৈধ পলিথিন ব্যবহার না করার ব্যাপারে সতর্ক করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এছাড়া, জেলা পুলিশের একটি দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

সহকারী পরিচালক জানান, অবৈধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সব খবর