ঢাকা, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৪৩
বাংলা বাংলা English English

শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ আওয়ামী লীগের কয়েক নেতার অবস্থান জানা গেছে


ভারতের কলকাতার ইকোপার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার উপস্থিতি ধরা পড়েছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায়।

ভিডিওতে দেখা গেছে, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার ইকোপার্কে আসাদুজ্জামান খান কামালসহ কিছু নেতাকে আড্ডা দিতে দেখা যায়। তার সঙ্গে ছিলেন সাবেক এমপি অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের একজন ছেলেসহ আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা। তবে তাদের আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাংলাদেশিদের উপস্থিতি টের পেয়ে কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট জনরোষে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা পালিয়ে যেতে সক্ষম হলেও অধিকাংশই গা ঢাকা দিয়েছেন এবং অনেকে গ্রেপ্তার হয়েছেন। পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে সবচেয়ে বেশি মামলা রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে।

সব খবর