ঢাকা, শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:৩৬
বাংলা বাংলা English English

শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক


ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত ড্যানি ড্যানন এক চিঠিতে ইরানের বিরুদ্ধে অভিযোগ করে দাবি করেছেন, ইরান ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি নিরাপত্তা পরিষদকে ইরানের প্রতি নিন্দা জানাতে এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) ইরান প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানে। তেহরান জানিয়েছে, গাজা ও লেবাননে হত্যাকাণ্ড এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসি নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

এ হামলার কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্র জানায়, ইরান ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এই তথ্য জানানো হয়।

ওই কর্মকর্তা আরও বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, ইরান অবিলম্বে ইসরায়েলের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং আমরা ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিচ্ছি।”

সব খবর