ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:৩৬
বাংলা বাংলা English English

সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের মিসাইল হামলার পর কঠোর প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু


ইরানের অভূতপূর্ব মিসাইল হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইরান “বড় ভুল” করেছে এবং তাদের এর মূল্য দিতে হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন এবং এ সময় ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন, ইরানের হামলা ব্যর্থ হয়েছে।

নেতানিয়াহু বলেন, “ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত। ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প এবং পাল্টা জবাব দেওয়ার শক্তি বোঝে না। অতীতে একাধিকবার এর প্রমাণ দিয়েছি। যে আমাদের ওপর হামলা চালায়, আমরা তার ওপর হামলা চালাব।”

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলায় সমর্থন জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন। পেজেশকিয়ান বলেন, “ইরানের বৈধ অধিকারের ভিত্তিতে এবং এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ইরান তার স্বার্থ রক্ষায় ইসরায়েলকে ‘অবধারিত’ জবাব দিয়েছে।”

ইসরায়েলের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে পেজেশকিয়ান বলেন, “নেতানিয়াহুর অবশ্যই জানা উচিত, ইরান যুদ্ধবাজ নয়, তবে যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে। আজ রাতের হামলা ইরানের সামর্থ্যের ‘ঝলক’ মাত্র। ইরানের সঙ্গে সংঘাতে জড়াবেন না।”

সব খবর