ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৪০
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের পাল্টা হামলার হুমকি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে


ইরান থেকে ইসরায়েলের ওপর অন্তত ২০০টি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বুধবার (২ অক্টোবর) রাতেই মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এ হুমকি দেন বলে বিবিসি জানিয়েছে।

এক বিবৃতিতে হাগারি বলেন, “ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েল এবং মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কাজ করেছে। ইরানের এ আক্রমণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি করেছে, এবং আজ রাতেই তাদের এর ফল ভোগ করতে হবে।”

হাগারি আরও বলেন, “এটি ইরানের প্রথম হামলা নয়, তবে এবারের হামলা ব্যাপক আকারের এবং ইসরায়েল প্রয়োজনমতো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে।”

ইসরায়েলি সামরিক মুখপাত্র জানান, ইরানের হামলার প্রভাব সীমিত ছিল। জনসাধারণের দায়িত্বশীল আচরণ, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা এবং অংশীদারদের পদক্ষেপের ফলে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, “আমরা আত্মরক্ষামূলক ও আক্রমণাত্মকভাবে এভাবেই কাজ চালিয়ে যাব।”

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নেয় এবং সেখানেই বৈঠক করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে নেতানিয়াহু ইরানকে সতর্ক করে বলেন, “ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য চড়া মূল্য দিতে হবে।”

উল্লেখ্য, ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডে হামলার লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের তিনটি সামরিক ঘাঁটি।

সব খবর