ঢাকা, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৫৪
বাংলা বাংলা English English

শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন চালু হতে যাচ্ছে শীঘ্রই


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, চলতি অক্টোবর মাসেই মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি চালু হতে পারে।

বুধবার (২ অক্টোবর) ডিএমটিসিএল সূত্রে এ তথ্য জানা যায়। প্রতিষ্ঠানটি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় মিরপুর-১০ স্টেশনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্টেশনের কন্ট্রোলরুম, ডিসপ্লে, ক্যামেরা, টিকিট ভেন্ডিং মেশিন (টিভিএম), প্যাসেঞ্জার গেটসহ প্রায় সব যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। যন্ত্রপাতিগুলোর সিস্টেম ও ডিজাইন নির্মাণকারী প্রতিষ্ঠানের নিজস্ব হওয়ায় অন্য কোম্পানি থেকে এগুলো কেনা সম্ভব হচ্ছে না। তাই কম যাত্রীর চাপ আছে এমন স্টেশন থেকে কিছু যন্ত্রপাতি এনে মিরপুর-১০ স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, ট্রেনিং সেন্টার থেকেও কিছু যন্ত্রাংশ আনা হবে, যাতে খরচ কম হয় এবং দ্রুত যাত্রীসেবা প্রদান করা যায়।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ জানান, সড়ক উপদেষ্টার নির্দেশনা রয়েছে মিরপুর-১০ স্টেশনটি দ্রুত চালুর। বর্তমানে স্টেশনের কাজ চলছে এবং শীঘ্রই এটি চালু করে দেওয়া হবে, যাতে যাত্রীরা দ্রুত সেবা পেতে পারেন। কম খরচে স্টেশনটি চালুর চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদে মেট্রোরেল পুনরায় চালু করা হয়। গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু করা হয়।

সব খবর