ঢাকা, শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:২১
বাংলা বাংলা English English

শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যে উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সে উদ্দেশ্য পূরণ হয়নি : শায়েখে চরমোনাই


পিরোজপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যেহেতু একটি গণবিপ্লবের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায়ে গঠিত হয়েছে, তাই এ সরকারকে সকল গণহত্যা, গুম, খুন ও অন্যায়ের বিচার করতে হবে।
তিনি বলেন, ৫ আগস্ট যে উদ্দেশ্যে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা শহীদ হয়েছেন সে উদ্দেশ্য পূরণ হয়নি। এখনো দখলবাজি, চাঁদাবাজি চলছে। মাদ্রাসার শিক্ষার্থীদের এ ব্যাপারে সজাগ থাকার আহŸান জানিয়ে তিনি বলেন, যারা চাঁদাবাজি করতে আসবে তাদের এলাকা থেকে চিরতরে বিতারিত করতে হবে।
এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের পক্ষে যেহেতু রাজনৈতিক ঐকমত্য রয়েছে তাই দেশকে এবং দেশের রাজনীতিকে সঠিক জায়গায় নিয়ে আসার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে অন্তবর্তীকালীন সরকার যদি প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ না করে তাহলে হাজারো ছাত্র-জনতার রক্তদান ব্যর্থ হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর জেলা শহরের পোষ্ট অফিস সড়কে ‘ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহন, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, সামনে দুর্গা পূজায় এই পিরোজপুরের হিন্দু ধর্মাবলম্বিরা বড় আয়োজন করে দুর্গা পূজা করবেন। ধর্ম যার যার উৎসব তার তার। এনিয়ে কোন ষড়যন্ত্র হলে ইসলামী আন্দোলনের কর্মীরা তা প্রতিহত করবে।
ইসলামী আন্দোলনের পিরোজপুরের সভাপতি মাওলানা মো. ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রধান উপদেষ্টা হাফেজ মো. মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলনের পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ নজরুল আহসান, সাংগঠনিক সম্পাদক এইচ এম জিয়াউল করীম, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইন, সাধারণ সম্পাদক ডা. মুফতি রেদওয়ান হুসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা শাখার সদস্য মুহাম্মাদ আলাউদ্দিন শেখ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রহমাতুল্লাহ আল-হাদীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সব খবর