ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি, সকাল ৬:২৮
বাংলা বাংলা English English

বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রায়হান রাফীর সিনেমায় জিতের গুঞ্জন, নির্মাতার প্রতিক্রিয়া


ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিতকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন রায়হান রাফী – এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সিনেমাপাড়ায়। এবার এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন নির্মাতা রাফী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়হান রাফী জানান, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও সিনেমা তৈরি করার ইচ্ছে রয়েছে। তিনি বলেন, “জিৎদা ওপার বাংলার সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। তবে বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই কারও নাম আলাদা করে বলার সময় আসেনি।”

সিনেমার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে রাফী জানান, প্রযোজনা সংস্থাই সিনেমার বিষয়ে বিস্তারিত জানাবে। গুঞ্জন রয়েছে যে ওপার বাংলার প্রযোজনা সংস্থা শ্যাডো ফিল্মস এবং এপার বাংলার জাজ মাল্টিমিডিয়া যৌথভাবে এই প্রজেক্টে যুক্ত হতে পারে।

রাফীর পরবর্তী সিনেমায় জিতের থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সহ-অভিনেতা হিসাবে চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর নামও শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, চঞ্চল চৌধুরীর দিকেই পাল্লা ভারি। তবে জিতের বিপরীতে এপার বাংলার নায়িকা থাকবেন নাকি ওপার বাংলার, তা এখনো নিশ্চিত নয়।

সব খবর