ঢাকা, শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বিকাল ৫:৫৮
বাংলা বাংলা English English

শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সচিবালয়ে হট্টগোল: ১৭ উপসচিবের বিরুদ্ধে শাস্তির সুপারিশ


জেলা প্রশাসক (ডিসি) পদায়ন নিয়ে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের কক্ষে হাতাহাতির ঘটনায় ১৭ জন উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। শাস্তির মুখে থাকা ১৭ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং ২ জন নারী কর্মকর্তা রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর জেলা প্রশাসক পদায়নকে কেন্দ্র করে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ ঘটনার জন্য দায়ী ১৭ জন কর্মকর্তাকে চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি আট জনকে গুরুদণ্ড, চার জনকে লঘুদণ্ড এবং পাঁচ জনকে তিরস্কারের সুপারিশ করেছে।

গুরুদণ্ডের সুপারিশ পাওয়া কর্মকর্তারা হলেন নুরজাহান খানম, মো. নুরুল করিম ভূঁইয়া, মো. জসিম উদ্দিন, রেবেকা খান, মো. সাইফুল হাসান, মোহাম্মদ জয়নুল আবেদিন, নুরুল হাফিজ এবং মোতাকাব্বীর আহমেদ।

লঘুদণ্ডের সুপারিশ করা হয়েছে হাসান হাবীব, মো. আ. কুদদূস, আব্দুল মালেক, মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের জন্য।

অন্যদিকে, তিরস্কারের সুপারিশ করা পাঁচ জন হলেন মো. সগীর হোসেন, মো. মুনিরুজ্জামান, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. হেমায়েত উদ্দীন এবং মো. তোফায়েল হোসেন। উল্লেখ্য, তিরস্কার লঘুদণ্ডের মধ্যে সবচেয়ে কম মাত্রার শাস্তি।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ে দিনব্যাপী হট্টগোলের পর বিকেলে উপসচিবরা মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে প্রবেশ করেন এবং সেখানে প্রায় আধা ঘণ্টা হট্টগোল করেন। ডিসি পদায়নের আশ্বাস পেয়ে তারা মন্ত্রিপরিষদ সচিবের কক্ষ ত্যাগ করেন। পরে এই ঘটনার তদন্তের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটি গঠন করে।

সব খবর