ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:৫৯
বাংলা বাংলা English English

মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা


বেশ কয়েকদিনের হুঁশিয়ারির পর ইরান অবশেষে ইসরায়েলের দিকে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, ইরান একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা দেশটির ভূখণ্ডে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলে পৌঁছাতে মাত্র ১২ মিনিট সময় নিয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, খবর রয়টার্সের।

ব্রিটিশ সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব ও জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইরানের এ আকস্মিক হামলার পর ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, সব ইসরায়েলিকে বোমা আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেল আবিবের আকাশে অগ্নিকুণ্ড ও ক্ষেপণাস্ত্রের দৃশ্য দেখা গেছে। তবে এই ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী মিসাইল হামলার তথ্য জানালেও ইরানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

 

সব খবর