ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি, বিকাল ৩:৩৭
বাংলা বাংলা English English

শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েল না থামলে জাতিসংঘকে বল প্রয়োগের আহ্বান জানালেন এরদোয়ান


তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, যদি গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়, তাহলে সাধারণ পরিষদের উচিত ১৯৫০ সালে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের ওপর বল প্রয়োগের পরামর্শ দেওয়া।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘের অধিবেশনে এরদোয়ান এই বক্তব্য দেন।

১৯৫০ সালের ইউনাইটিং ফর পিস রেজুলেশনে বলা আছে যে, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যদি নিজেদের মধ্যে মতভেদের কারণে বিশ্ব শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে।

আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান এই রেজুলেশনের উল্লেখ করে বলেন, সাধারণ পরিষদের উচিত ইসরায়েলের বিরুদ্ধে বল প্রয়োগের পরামর্শ দেওয়া। তিনি মুসলিম দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে তিনি মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সব খবর