ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৪৬
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ইসরায়েল


ইরান অবশেষে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা নিয়ে বেশ কয়েকদিন ধরে তারা হুঁশিয়ারি দিয়ে আসছিল।

মঙ্গলবার (১ অক্টোবর) ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলে পৌঁছাতে মাত্র ১২ মিনিট সময় নিয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, খবর রয়টার্সের।

ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পরপরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং সাইরেন শোনা যায় জেরুজালেমেও।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে জানায়, সব ইসরায়েলিকে বোমা আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে, তেল আবিবের আকাশে অগ্নিকুণ্ড ও মিসাইল দেখা গেছে। তবে এই মিসাইল ইরান থেকে ছোড়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী মিসাইল হামলার তথ্য জানালেও ইরানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সব খবর