ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, রাত ১২:০৩
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার আটক


নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নজরুল ইসলাম মজুমদার ২০০৭ সাল থেকে এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তবে গত ২৯ আগস্ট বাংলাদেশ ব্যাংক এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এছাড়া, ২০০৮ সাল থেকে তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যা গত ৯ সেপ্টেম্বর পরিবর্তন করা হয়।

গত ৫ আগস্ট সরকারপতনের পর ব্যাংক খাতের কিছু উদ্যোক্তা আত্মগোপনে চলে যান। নজরুল ইসলাম মজুমদারও তখন থেকেই প্রকাশ্যে আসেননি।

সব খবর