ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, ভোর ৫:১১
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ দেশের রাষ্ট্রদূতদের ঢাকায় প্রত্যাবর্তনের নির্দেশ


ভারত, নিউইয়র্ক, ব্রাসেলস, অস্ট্রেলিয়া এবং পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফিরে আসার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ পৃথক পৃথক অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশনা জারি করে।

৫ মিশনের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা হলেন— মো. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি), মোহাম্মদ আব্দুল মুহিত (জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক), মাহবুব হাসান সালেহ্ (বাংলাদেশ দূতাবাস, ব্রাসেলস), এম. আল্লামা সিদ্দিকী (বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা), এবং রেজিনা আহমেদ (বাংলাদেশ দূতাবাস, লিসবন)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর, ঢাকায় বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অবিলম্বে ঢাকার সদর দপ্তরে ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।

সব খবর