ঢাকা, শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি, রাত ১:০৮
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

পীর সাহেব চরমোনাই: আগামীতে ইসলামের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই, বলেছেন যে, যারা অতীতে দেশ পরিচালনা করেছেন তারা দেশকে চোরের রাজ্যে পরিণত করেছেন এবং তাদের হাত কেটে দেওয়া উচিত। তারা কখনোই দেশকে সঠিক পথে পরিচালনা করতে পারবে না। তিনি উল্লেখ করেন, দেশের মানুষের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং এ ধরনের কাজের মাধ্যমে দেশের উন্নতি সম্ভব নয়।

পীর সাহেব আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও আমরা এখনও সঠিক স্বাধীনতার ফল পাইনি। তিনি মনে করেন, জাতীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয় এবং তাই নিরপেক্ষ পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজনের দাবি জানান।

তিনি আরও বলেন, যারা মুসলমানদেরকে “বানরের জাত” বলে আখ্যায়িত করেছেন, তাদেরকে কখনো মেনে নেওয়া যাবে না। তিনি এসব কথা বলেন গতকাল মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে শহীদ রিফাত শিশু পার্কে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা বসির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি এইচএম আব্দুর রশিদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব আশরাফুল আলম এবং প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম। এছাড়া মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা ও মুক্তি মনসুর আহমেদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সব খবর