ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:০১
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী আটক


খুলনার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব এক বার্তায় জানায়, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে করা মামলায় আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক ফুটবলার সালাম মুর্শেদী ২০০৮ সাল থেকে বাফুফের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান।

বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতা সালাম মুর্শেদী বাফুফের ফাইন্যান্স কমিটি ও রেফারিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। এছাড়া তিনি বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

আব্দুস সালাম মুর্শেদী বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে ২০১৮ সালের সেপ্টেম্বরের উপ-নির্বাচনে খুলনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর, ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

সব খবর