ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি, রাত ৩:৫০
বাংলা বাংলা English English

বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বগি লাইনচ্যুতির কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ


ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জামালপুরের দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটের দিকে ত্রিশালের ধলা রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে, যার ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক কার্তিক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে, যার ফলে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকারী ট্রেন ময়মনসিংহ থেকে আসছে এবং কাজ শুরু হলে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সব খবর