আজ থেকে ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্যের ‘আত্মহত্যা’ নিয়ে নির্মিত চিত্রনাট্য অবশেষে আলোর মুখ দেখতে চলেছে। আলোচিত এই ঘটনা নিয়ে পরিচালক ভিকি জাহেদ নির্মাণ করেছেন ‘চক্র’ নামের একটি ওয়েব সিরিজ, যা আগামী ১০ অক্টোবর আইস্ক্রিনে মুক্তি পাবে।
ভিকি জাহেদ জানান, ২০০৭ সালে ঘটে যাওয়া মর্মান্তিক সেই ঘটনার পেছনের কারণ সেভাবে প্রকাশিত হয়নি। বিভিন্ন জনের বিভিন্ন ব্যাখ্যা থাকলেও তিনি সেই গল্পের সঙ্গে মিল রেখে কাল্পনিক থ্রিলার গল্প নিয়ে ‘চক্র’ সিরিজটি নির্মাণ করেছেন। প্রথমে এটি টেলিভিশনের জন্য নির্মাণের কথা থাকলেও পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির সিদ্ধান্ত নেন।
সিরিজটির নির্মাণে বহু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে বলে জানান ভিকি। শুটিং চলাকালীন সিনেমাটোগ্রাফার জাহিদ হোসেনসহ বেশ কয়েকজন সহকর্মীকে হারাতে হয়েছে তাকে। একটানা শুটিং করতে না পারায় এবং একের পর এক দুর্ঘটনার সম্মুখীন হওয়ায় নির্মাণকাজ শেষ করতে সময় লেগেছে প্রায় তিন বছর।
এছাড়া সেন্সর নিয়ে জটিলতার কথাও তুলে ধরেন তিনি। বেশ কয়েকবার সেন্সরের জন্য জমা দিতে হয়েছে এবং কিছু অংশ সংযোজন করার পর অবশেষে সিরিজটি মুক্তির অনুমতি পেয়েছে।
‘চক্র’ সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহানসহ আরও অনেকে।