ঢাকা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৩২
বাংলা বাংলা English English

শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় জনের মর্মান্তিক মৃত্যু


সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই নারীসহ একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের সরকারি আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন, পরিবারের প্রধান এমারুল হোসেন (৪৫), তার স্ত্রী পলি আক্তার (৩৫), এবং তাদের চার সন্তান পলাশ মিয়া (১২), ফরহাদ মিয়া (১০), ফাতেমা বেগম (৭) ও ওমর ফারুক (৩)।

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

সব খবর