ঢাকা, শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:১৫
বাংলা বাংলা English English

শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের কমিটির সভা অনুষ্ঠিত


১ অক্টোবর, ২০২৪: আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় সভা আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা এবং কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সভায় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বজায় রাখা, পার্বত্য জেলাসমূহে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সশস্ত্র গ্রুপের অপতৎপরতা রোধ, সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের প্রতিরোধ ও নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, মাজার ও দরগার নিরাপত্তা, মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গার্মেন্টস কারখানা, ঔষধ শিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা প্রতিরোধের করণীয় বিষয়ে আলোচনা হয়। এছাড়া মায়ানমার সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও আলোচনায় উঠে আসে।

আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ এ সভায় অংশগ্রহণ করেন।

সব খবর