ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:৪৬
বাংলা বাংলা English English

সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমর্থন কামনা করেছে


আজ ১ অক্টোবর, ২০২৪: বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমজান আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও সেই সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের সময় তিনি এই সমর্থন চান। বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত গাজা ও পশ্চিম তীরে চলমান গণহত্যা, বিশেষ করে নিরীহ নারী ও শিশুদের হত্যার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। তিনি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উদ্বেগ ও উত্তেজনা বৃদ্ধির বিষয়েও আলোকপাত করেন, যা এই অঞ্চলে এবং এর বাইরেও অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

বৈঠকে ফিলিস্তিনি শিক্ষার্থীদের বর্তমান চ্যালেঞ্জগুলোও আলোচনা করা হয়। গাজায় চলমান অবরোধের কারণে ফিলিস্তিনি শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর দেওয়া বৃত্তির সুবিধা গ্রহণ করতে পারছে না।

পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭-এর পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা আবারও উল্লেখ করেন।

সব খবর