ঢাকা, ১ অক্টোবর, ২০২৪: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, ৩৪ লাখ ৩৪ হাজার টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন। আজ বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে তিনি এই অনুদানের চেক গ্রহণ করেন।
অনুদান গ্রহণের পর ফারুক ই আজম, বীর প্রতীক, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি এবং সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের সহযোগিতা বন্যা দুর্গতদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে এ পর্যন্ত ২০৩টি চেক/পে-অর্ডারের মাধ্যমে মোট ৮৩ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার অনুদান গ্রহণ করেছেন।